সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৫শ পরিবার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৫শ পরিবার

ঝালকাঠিতে ৫ শতাধিক অস্বচ্ছল, গরিব ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) জেলা পরিষদ মিলনায়তনে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনিরের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এসময় তার ছেলে ইঞ্জি. রাফায়াত সাইফুল্লাহ জয় উপস্থিত ছিলেন। উপহারের প্রতি প্যাকেটে রয়েছে চাল, তেল ও আলু। এসব খাদ্যসামগ্রীতে মুখে হাসি ফুটেছে নিম্ন আয়ের মানুষের মধ্যে।

জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনির বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে ৫শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। আগামীতেও এমন মানবিক উপহার অব্যাহত থাকবে।

টিএইচ