সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবলের উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবলের উদ্বোধন

ঝালকাঠিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট, ২০২৩-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১১ জুন) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। 

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুস্থ-সবল নাগরিক চাই। সুস্থ দেহ সুস্থ মন তৈরি করতে খেলাধুলার বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়াপ্রেমী। তারই নামে খেলাটি হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে জেলার ১২টি কলেজ অংশ নিচ্ছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরোজ, ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা সিনিয়র সদস্য তুহিন আজাদসহ জেলার বিভিন্ন শিক্ষার্থী ও খেলোয়াড়রা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ গাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক।

টিএইচ