বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা : চালকসহ ৩ জনের নামে মামলা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা : চালকসহ ৩ জনের নামে মামলা

ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে পুকুরে ডুবে ১৭ যাত্রী নিহতের ঘটনায় ২ দিন পর পুলিশ বাদি হয়ে মামলা করেছে। এতে চালকসহ ৩ জনকে আসামি করা হয়েছে। 

গত রোববার রাতে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর মল্লিক বাদি হয়ে মামলাটি (নং-১৪) করেন। সড়ক পরিবহন আইনে ঝালকাঠি সদর থানায় এ মামলা করা হয়। মামলায় দুর্ঘটনাকবিলত যাত্রীবাহি বাস বাশার স্মৃতি পরিবহনের চালক মোহসিন, সুপার ভাইজার মিজান ও হেলপার আকাশকে আসামি করা হয়েছে। 

ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দীন সরকার মামলার বিষয়টি জানিয়েছেন, বাস দুর্ঘটনার ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ বা মামলা না করায় পুলিশ বাদি হয়ে এ মামলা করেন। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। 

গত শনিবার ভান্ডারিয়া থেকে বরিশালগামী বাশার স্মৃতি পরিবহন নামক যাত্রীবাহি বাসটি ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর পুকুরে পরে ১৭ যাত্রী নিহত এবং ৩৫ জনেরও বেশি যাত্রী আহত হন। এ ঘটনায় জেলা প্রশাসের পক্ষ থেকে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।

টিএইচ