ঝালকাঠি জেলায় এবছর রমজান মাসে ৯ হাজার ৮৫৬ টন খাদ্যের শষ্যের চাহিদা রয়েছে। জেলার প্রায় ৭ লাখ জনসংখ্যার জন্য এ চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছে খাদ্য বিভাগ। জেলা খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
খাদ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, জেলায় চালের চাহিদা রয়েছে ৯ হাজার টন। ডাল ১২০ টন, তেল ২৪০ টন, পেঁয়াজ ৭০টন, রসুন ২০ টন, লবণ ৬টন, চিনি ২৫০টন ও খেজুর ১৫০টনের চাহিদা রয়েছে।
জেলা খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হোসেন জানান, রমজানে ছোট-বড় সবার খাদ্য চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্যের উপর একটি নিরীক্ষণ করে ৯হাজার ৮৫৬টন খাদ্য শষ্যের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। যাতে রমজানে কোন ধরনের খাদ্যে সমস্যায় পড়তে না হয়।
টিএইচ