সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ঝালকাঠিতে স্কুলশিক্ষিকাকে ছুরিকাঘাত সাবেক স্বামী আটক

ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিতে স্কুলশিক্ষিকাকে ছুরিকাঘাত সাবেক স্বামী আটক

ঝালকাঠিতে স্কুল শিক্ষিকার পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে। আহত রুনা খানম (৩৪) ঝালকাঠি শহরের শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত। এঘটনায় ওই শিক্ষাকার সাবেক স্বামী মো. আতিকুর রহমনকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, ৬ বছর পূর্বে আতিকের সাথে ওই শিক্ষকের বিচ্ছেদ হয়।  সকালে কিছু আগে রোনাল্ডস রোডের বাসা থেকে শীতলা খোলা শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে সাধনার মোড়ে শিক্ষিকার পথরোধ করে পেটে ও বুকে ছুড়িকাঘাত করে আতিকুর রহমান। 

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। ওই শিক্ষকের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে প্রেরণ করে। 

ঘটনার সময় ওই স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত স্থানীয়দের সহযোগিতায় হাতে রক্তমাখা ছুড়িসহ আতিকুর রহমানকে আটক করে থানায় সোর্পদ করে। 
প্রকাশ্যে সড়কে দাড়িয়ে নারীকে কুপিয়ে আহত করার ঘটনায় আতিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মে. নাসির উদ্দিন সরকার।

গ্রেপ্তার আতিকুর রহমান ঝালকাঠি রোনাল্ডস রোডে শিশু স্বর্গ নামে একটি আর্ট স্কুল পরিচালনা করেন। আর আহত শিক্ষিকা শহরের রোনাল্ডস রোডে ভাড়া বাসায় থাকেন, তার গ্রামের বাড়ি সদর উপজেলার মুরাসাতা গ্রামে বলে জানিয়েছেন ওসি।

আতিকের দাবি রুনা খানম তার স্ত্রী ছিলেন, গত ২০২১ সালের ১৮ জুলাই তারিখ তাদের বিয়ে হয় এবং পারিবারিক কলহের কারণে পরের বছর গতবছর ১৫ জুন তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. মেহেদী হাসান সাগর বলেন, রোগীর পেট ও স্তনসহ শরীরের ৪ জায়গায় জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার রক্তচাপ নিচে নেমে গেছে। তাই তাকে বরিশাল মেডিক্যলে পাঠানো হয়েছে।

শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুনাহার বেগম বলেন,‘ আমাদের স্কুলের শিক্ষিকা রুনা খানমকে কুপিয়ে জখম করার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

টিএইচ