শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

ঝালকাঠি শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে আফিয়া আক্তার (১৪) নামে এক নবম শ্রেণির ছাত্রী শ্রেণিকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১ জুলাই) বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত ওই শিক্ষার্থী ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের শিক্ষক আমির হোসেনের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান, বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই শিক্ষার্থীর আত্মহত্যার কারণ জানা যায়নি।

টিএইচ