সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সিএ সাময়িক বরখাস্ত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সিএ সাময়িক বরখাস্ত

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এসএম মনিরুজ্জামান ওরফে শেখ মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক বিরূপ মন্তব্য করায় এ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি গত সোমবার রাতে জানিয়েছেন সদর ইউএনও ফারহানা ইয়াসমিন। সদর উপজেলা চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদের দায়িত্ব পালন করছিলেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে ‘জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম’ শিরোনামে ফেসবুক পোস্টে কটাক্ষ ও কটূক্তি মন্তব্য করে। মন্তব্যে শেখ মনির উল্লেখ করেন, ‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিল এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)’। 

বিষয়টি নেট জগতে ভাইরাল হলে হৈচৈ পড়ে যায়। জেলা প্রশাসক আশরাফুর রহমান বিষয়টি জেনে শেখ মনিরুজ্জামানকে ডেকে জিজ্ঞাসা করলে মনির তার নিজের দোষ স্বীকার করেন বলে জানিয়েছে দায়িত্বশীল একটি সূত্র। দোষ স্বীকার করায় নড়েচড়ে বসে প্রশাসন। সন্ধ্যায় তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। 

গণমাধ্যম কর্মীরা সংবাদ পেয়ে অনুসন্ধান চালালে ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে আত্মরক্ষার্থে সদর থানায় সাধারণ ডায়েরির আবেদনের চেষ্টা করেন বলে জানতে পায়। এছাড়াও তার ফেসবুক আইডিতে অস্বাভাবিক ও উচ্ছৃঙ্খল পোস্ট এবং কমেন্ট অব্যাহত রয়েছে।

টিএইচ