বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঝিকরগাছায় নারীকে ছুরিকাঘাতে হত্যা

যশোর প্রতিনিধি

ঝিকরগাছায় নারীকে ছুরিকাঘাতে হত্যা

চুরি করতে এসে যশোরের ঝিকরগাছা উপজেলার নওয়ালী গ্রামে মধ্যেরাতে গ্রিল কেটে ঘরের মধ্যে ঢুকে ফেরদৌসী খাতুন নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। 

রোববার (১৪ জুলাই) মধ্যেরাতে নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে আহত করেছে। নিহত ফেরদৌসী খাতুন নওয়ালী গ্রামের স্পেন প্রবাসী আলতাফ হোসেনের স্ত্রী। 

গ্রামবাসীদের ধারণা, অজ্ঞাতনামা চোর রান্না ঘরের গ্রিল কেটে চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে চুরি করার সময় ফেরদৌসী খাতুন টের পেয়ে যাওয়ায় তার বাম কানের পাশে, ডান হাতের আঙ্গুলে ও বাম বুকে ছুরিকাঘাত করে এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

এ সময় আহত জান্নাতি খাতুন পাশের বাসায় থাকা তার চাচা মিজানুর রহমান মিন্টু ও চাচী নিলুফা খাতুনকে জানালে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী খাতুন ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, চুরি করতে গিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে কিনা এটা আমরা নিশ্চিত না, তবে গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই সঙ্গে তার মেয়েকেও ছুরিকাঘাতে আহত করা হয়েছে। তিনি বলেন,এটা হত্যাকাণ্ড তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটলো সেটি আমরা তদন্ত করছি।

টিএইচ