বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার  

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ একজন গ্রেপ্তার  

শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ ১ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫ জামালপুর। রোববার (১ ডিসেম্বর) উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে এসব মাদকসহ ওই মাদককারবারিকে আটক করা হয়। 

গ্রেপ্তার মাদককারবারি নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের আজমত আলীর ছেলে মো. জব্বার মিয়া (১৮)। সে ২৪ বোতল ভারতীয় মদ বস্তায় ভরে রাংটিয়া এলাকায় গাড়ির অপেক্ষায় ছিল। 

এ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি অভিযানিকদল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মেজর আব্দুর রাজ্জাক বলেন র্যাবের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। 

টিএইচ