সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ঝিনাইগাতীতে লটারিতে কৃষকদের ধান কেনা শুরু

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

ঝিনাইগাতীতে লটারিতে কৃষকদের ধান কেনা শুরু

শেরপুরের ঝিনাইগাতী সরকারি খাদ্যগুদামে লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়। বুধবার (২৪ মে) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের কৃষক আব্দুল হামিদের কাছ থেকে তিন টন ধান সংগ্রহ করার মাধ্যমে ধান সংগ্রহ শুরু করেন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) গোলসানা খাতুন।

তিনি জানান, চলতি বছর কৃষকদের কাছ থেকে এক হাজার ৩৫০ টন ধান সংগ্রহ করার কথা রয়েছে। প্রতিদিন কৃষকদের কাছে থেকে প্রতি কেজি ৩০ টাকা দরে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান কেনা হবে। অ্যাপসের মাধ্যমে আবেদনকৃত কৃষকদের মধ্যে লটারিতে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

গত ১৭ মে ঝিনাইগাতী উপজেলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে সরকারি নির্ধারিত মূল্য ৪৪ টাকা দরে চাল ও ৩০ টাকা দরে ধান সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।

অপরদিকে সরকারিভাবে প্রতি মণ ধানের দাম ১২শ টাকা নির্ধারণ করা হলেও বাজারে প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকা। 

এ ছাড়াও প্রতিমান ধান বাজারে ৪০ কেজির স্থলে ৪২ থেকে ৪৩ কেজি মণ হিসেবে বিক্রি করতে হচ্ছে। ফলে কৃষকের প্রতি ধানের দাম ৯শ টাকার নিচে। এতে দরিদ্র কৃষক ও প্রান্তিক চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

টিএইচ