শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ঝিনাইগাতীর সীমান্ত এলাকায় বন্যহাতির মৃত্যু

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

ঝিনাইগাতীর সীমান্ত এলাকায় বন্যহাতির মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে শনিবার (৬ মে) সন্ধ্যায় ভারত থেকে নেমে আসা একটি বন্যাহাতির দল গজনী হয়ে পশ্চিম বাকাকুড়া এলাকায় এসে উঠতি বোরো পাকা ধান খেতে শুরু করে। 

এ সংবাদে কাংশা ইউনিয়নের বাকাকুড়া পানবরসহ আশেপাশের লোকজন হাতি তাড়াতে আসে। সন্ধ্যার পর থেকে শেষ রাত পর্যন্ত লড়াই চলতে থাকে হাতি আর মানুষের মধ্যে। 

অবশেষে বন্যহাতির দল শেষ রাতের দিকে চলে গেলেও একটি হাতি মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে হাতির মৃত্যুর সঠিক তথ্য গ্রামবাসী বলতে পারে না। সংবাদ পেয়ে বন বিভাগের রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ ও বন বিভাগের অন্যরা ঘটনাস্থলে যান। 

এ ঘটনার সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, ঝিনাইগাতি থানা পুলিশ, প্রাণিসম্পদ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ আরও অনেকেই ঘটনাস্থলে যান। হাতির মৃত্যুর প্রকৃত ঘটনা জানার জন্য সুরতহাল রিপোর্ট তৈরি করেছে ঝিনাইগাতী প্রাণিসম্পদ বিভাগ। 

সম্প্রতি সীমান্ত এলাকায় তিনজন বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। তাই সীমান্তবাসী আতঙ্কে দিনাতিপাত করছে। বন্যহাতির তাণ্ডবে ফসল, ঘরবাড়ি বা কৃষকের জীবন ক্ষতির মুখে পড়তে পারে— এমন ধারণা বিজ্ঞ মহলের। তাই মানুষ আর হাতির মধ্যে ভারসাম্য রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে— এমন প্রত্যাশা সীমান্তবাসীর।

টিএইচ