ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে র্যাব। গত সোমবার তাদেরে ঝিনাইদহ ও ঢাকা থেকে আটক করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস রিলিজে র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম এ আটকের কথা জানান।
আটক দুজন হলেন- হরিনাকুন্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছানোয়ার হোসেন সনুর ছেলে আবু সাইদ এবং একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আনজের হোসেনের ছেলে আনারুল ইসলাম।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম জানান, ঝিনাইদহের আলোচিত ট্রিপল মার্ডারে ঘটনায় জড়িত সন্দেহে আবু সাইদ ও আনারুল নামে ২ জনকে আটক করা হয়েছে।
শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাইদকে ও গাজিপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। আটকরা এ ঘটনায় জড়িত কিনা তা উদঘাটনের জন্য অধিকতর তদন্তের স্বার্থে শৈলকূপা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এ ঘটনায় ঝিনাইদহের শৈলকুপায় থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি এ মামলাটি করেন নিহত হানিফের ছোট ভাই হরিণাকুন্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি সাজেদুল ইসলাম ইশা।
শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেন নিহত হানিফের ভাই।
টিএইচ