মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩১
The Daily Post

ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষকে বিদায়ী সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষকে বিদায়ী সংবর্ধনা

ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ ও শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। কলেজের অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী সভাপতি কর্নেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। 

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্যাডেট কলেজের ভাইস প্রিন্সিপাল শফিক উদ্দিন, অ্যাডজুট্যান্ট সরফরাজ নেওয়াজ, মেডিকেল অফিসার মেজর ডা. নুরুজ্জামান তুর্য। এছাড়াও বক্তব্য রাখেন শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আব্বাস উদ্দিন, শিশুকুঞ্জ স্কুলের শিক্ষক মৃনালিনী সরকার, মিজানুর রহমান। 

আলোচনা সভার শুরুতে সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা দেয়া হয়।

টিএইচ