সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

ঝিনাইদহে পৌরসভায় ৪ দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ পৌরসভার আয়োজনে বুধবার (১২ জুলাই) পৌরসভা চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম। 

ঝিনাইদহ পৌরমেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম, সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাউসার হামিদ, শিশু হাসপাতালের কনসালটেন্ট ডা. ফরিদ হাসানসহ (জামিল) অন্য মেডিকেল অফিসার ও কাউন্সিলররা। 

রোগীদের চিকিৎসাপত্র দেয়ার পর ফ্রি ওষুধ দেয়া হয়। এছাড়াও মিনি প্যাথলজি ও ইসিজির ব্যবস্থা করা হয়েছে। ১২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত  প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা ও দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পৌর এলাকার ৯ টি ওর্য়াডের ৯ টি স্থানে বিশেষজ্ঞ ডাক্তার ১০ হাজার রোগী দেখবেন।

টিএইচ