ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক সুপ্রদীপ হালদার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা গ্রামের সুভাষ হালদারের ছেলে। ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে কিছু ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছে।
সে সময় আমরা সীমান্ত এলাকা স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে অবস্থান করি। তখন রুহল আমিনের গোলাপ বাগানের মধ্যে লুকিয়ে থাকাবস্থায় ভারতীয় ওই নাগরিককে আটক করতে সক্ষম হই। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
টিএইচ