সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ঝিমিয়ে পড়েছে সিংগাইর থানা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

ঝিমিয়ে পড়েছে সিংগাইর থানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতন হওয়ার পর থেকে বাংলাদেশের সব থানার সঙ্গে মানিকগঞ্জ সিংগাইর থানারও কার্যক্রম বন্ধ ছিলো। 

স্বররাষ্ট্র উপদেষ্টা দপ্তর থেকে গত বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তাদের থানায় হাজির হতে বললে সময় মতই সবাই হাজির হয়েছে বলে জানা যায়। তারপর থেকেই থানা পুলিশের কার্যক্রম ধীর গতিতে চলছে। ফলে ঝিমিয়ে পড়েছে সিংগাইর থানা।

এ বিষয়ে জনসাধারণের ধারণা যে, ঝিমিয়ে পড়ার কারণ হচ্ছে সিংগাইর থানার পূর্বের সব কর্মকর্তা উপস্থিত রয়েছেন। সিংগাইর থানা ও পুলিশ কর্মকর্তাদের উপর কোনো হাঙ্গামার ঘটনা ঘটেনি বলে জানা যায়। এবিষয়ে সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, আমাদের থানার পুরোপুরি কার্যক্রম চলমান রয়েছে। 

টিএইচ