সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

টঙ্গীবাড়ীতে ঘুমন্ত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

টঙ্গীবাড়ীতে ঘুমন্ত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নিজ শয়ন কক্ষ হতে ফজিলত বেগম নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পেটে কোপের চিহ্ন পাওয়া গেছে। সে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বাসিন্দা ছিলো। তার বাড়ি নদীতে ভাঙার পরে পার্শ্ববর্তী পাঁচগাও ইউনিয়নের মধ্য খলাগাঁও গ্রামে থাকতেন।

বিষয়টি জানিয়ে ফজিলত বেগমের ছেলে ফজল জানায়, প্রতিদিনের মতো রোববার (৬ অক্টোবর) সকালে কাজের উদ্দেশ্যে আমি বাড়ি হতে বের হই। হঠাৎ আমার স্ত্রী ফোন করে জানায় মা মারা গেছেন। পরে বাড়িতে এসে দেখি কে বা কারা আমার মাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলছে। 

মায়ের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির ক্ষত লেগে আছে এবং তার পেটে কুপিয়ে রক্তাক্ত করেছে। ওই বাড়িতে মা একাই থাকতেন। আমার জানা মতে আমার মায়ের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। এর আগেও মায়ের কাছে কারা জানি টাকা চাইছিলো তখন দেয় নাই দেইখা মারে গালাগালি করছিলো কিন্তু তখন তাদের নাম জিগাইলে মায় তাদের নাম বলে নাই। আমার মনে হইতাছে তারাই আমার মাকে খুন করছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মো. মুহিদুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধা রাস্তার পাশের একটি ঘরে একাই বসবাস করতেন। তার ছেলেমেয়েরা অন্যত্র বসবাস করেন। বৃদ্ধার স্বামী থাকলেও তার সঙ্গে থাকে না। রাতের আঁধারে কেউ তাকে কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। তার শরীরে রক্তাক্ত জখম রয়েছে। মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

টিএইচ