বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে গাঁজাসহ পিকআপ জব্দ 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে গাঁজাসহ পিকআপ জব্দ 

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার শোলাকুড়া এলাকা থেকে গোয়েন্দার একটি দল ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে। শুক্রবার (২৬ মে) কালিহাতী থানায় একটি মামলা হয়েছে।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি দক্ষিণ) হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে এসআই রায়েজ উদ্দিনের নেতৃত্বে একদল ডিবি পুলিশ ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের  কালিহাতী উপজেলার শোলাকুড়া এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। 

এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি পিকআপ রেখে পালিয়ে যায়। ডিবি পুলিশের দল ওই পিকআপে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার এবং পিকআপটি জব্দ করে।

এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই রায়েজ উদ্দিন বাদী হয়ে শুক্রবার (২৬ মে) কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

টিএইচ