সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ  

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ  

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের  সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৭ অক্টোবর) ছাত্রলীগের একাংশ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীল, সখীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আলম মামুন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হূদয় প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান বলেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব ও শহর আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি কারাগারে যাওয়ার আগে আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। 

গত সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গেলে বড় মনিরের চার অনুসারী আমার ওপর হামলা করে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।  বিষয়টি নিয়ে জেলা আ.লীগ নেতাদের সাথে কথা বলে আমি আইনের আশ্রয় নেবো।

এ বিষয়ে জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি জানান, আমি পাঁচ মাসের উপরে কারাগারে ছিলাম।  ইলিয়াসকে কখনও হুমকি দেয়নি। সোমবার আমি ভূঞাপুরে ছিলাম। তার ওপর কে বা কারা হামলা করছে আমি জানি না। 

আমাকে যারা মিথ্যা মামলা দিয়ে কারাভোগ করিয়েছে, তারাই আবার আমার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। ইলিয়াস আমার নামে মিথ্যা অভিযোগ দিলে আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ  জানাই।

টিএইচ