বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টাঙ্গাইল প্রেস ক্লাবের নেতাদের সঙ্গে গণঅধিকার পরিষদের বিনিময়

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রেস ক্লাবের নেতাদের সঙ্গে গণঅধিকার পরিষদের বিনিময়

টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে নবগঠিত টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের নেতারা। গত রোববার রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহ-সম্পাদক মাহবুবুর রহমান রাসেল, নবগঠিত টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ জেলা, উপজেলার বিভিন্ন ইউনিটের নেতারা।

টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর বলেন, গণমাধ্যমের সঙ্গে জড়িত সব সংবাদকর্মীদেও নবগঠিত কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। 

টিএইচ