সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

টানা তাপদাহে হিটস্ট্রোকে মুরগির মৃত্যু, দুশ্চিন্তায় খামারিরা 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

টানা তাপদাহে হিটস্ট্রোকে মুরগির মৃত্যু, দুশ্চিন্তায় খামারিরা 

টানা তিন সপ্তাহের তাপদাহে ও প্রচন্ড গরমে আটঘরিয়ার ৩ শতাধিক মুরগির খামারে হিটস্ট্রোকে প্রায় দেড় হাজার মুরগি মারা গেছে এবং ডিমের উৎপাদনে অর্ধেকে নেমে এসেছে। ফলে খামারিরা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে। 

রাদাকান্তপুর গ্রামের খামারি মুরাদ জানায়, তার খামারে প্রচন্ড গরমে হিটস্ট্রোকে প্রায় ১০০ মুরগি মারা গেছে। এছাড়া মুরগির ডায়রিয়া, কলেরা ও মুরগি অসুস্থ হওয়ায় ডিমের উৎপাদন অর্ধেক নেমে এসেছে। 

খামার কোদালিয়া গ্রামের খামারি শরীফ জানায়, মাঝে মাঝে বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে মুরগি প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে, গরমে মুরগি খাবারও কম খাচ্ছে, উপরন্ত অসুস্থ হয়ে পড়ায় ডিমের উৎপাদনও অনেক কমে গেছে। 

এদিকে খামারিরা এ দুর্যোগ থেকে রক্ষার জন্য মুরগির ঘরের সেডের চালের উপরে মোটর পাম্প দ্বারা পানির ঝরনা দিয়ে এবং ভেতরে স্প্রে করছে কিন্তু মাঝেমধ্যে বিদ্যুতের লোডশেডিং হলে মুরগি হিটস্ট্রোকে মারা যাচ্ছে। খামারি সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বিভিন্ন খামারে প্রায় দেড় হাজার মুরগি মারা গেছে।  

টিএইচ