শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

টানা দ্বিতীয়বার লালমোহন থানার ওসি জেলায় শ্রেষ্ঠ 

লালমোহন (ভোলা) প্রতিনিধি 

টানা দ্বিতীয়বার লালমোহন থানার ওসি জেলায় শ্রেষ্ঠ 

ভোলা জেলা পুলিশের মার্চ মাসের মাসিক কল্যাণ সভায় জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম। এনিয়ে তিনি টানা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হলেন। গত শনিবার ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি স্বরূপ এসএম মাহবুব উল আলমের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান। 

ভোলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকারের সঞ্চালনায় মার্চ মাসের মাসিক এ কল্যাণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ওষুধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশসহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, মো. মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো, বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), মো. মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), মো.মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপারসহ (চরফ্যাশন সার্কেল) সকল থানার ওসিরা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ওসি, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ ভোলাসহ জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ