সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

টানা বর্ষণে ডুবে গেছে মাগুড়া হাইস্কুল মাঠ 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

টানা বর্ষণে ডুবে গেছে মাগুড়া হাইস্কুল মাঠ 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মাগুড়া উচ্চ বিদ্যালয় থেকে একাধিক শিক্ষার্থী সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর ও মন্ত্রণালয়ে দায়িত্বপলন করে আসছে। শুধু লেখা পড়াই নয় খেলাধুলার ক্ষেত্রেও এ বিদ্যালয় থেকে  শিক্ষার্থীরা জেলা এবং জাতীয় পর্যায় বিভিন্ন ইভেন্টে অবদান রেখেছে। 

দীর্ঘদিন থেকে সেই বিদ্যালয়ের খেলার মাঠটি এখন খানাখন্দে পরিণত হয়েছে একটু বৃষ্টি হলে হাটু পানি জমে যায়। পানি নিষ্কাশনসহ মাঠটির উন্নয়নে কোন ব্যবস্থা নেয়া হয়নি। ফলে কোমলমতি শিক্ষার্থীরা আর আগের মত মাঠে খেলাধুলার অনুশীলন করতে পারছে না। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলায় পিছিয়ে পরতে পারে বলে স্থানীয়রা আশংকা করছেন এবং তারা মাঠটি ভরাটকরণসহ জলাবদ্ধতা দ্রুত নিরসনের জোর দাবি জানান। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের টানা বর্ষণে মাঠটিতে হাটু পরিমান পানি জমেছে। পানি নিষ্কাশনের কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় খুব সহজে জমানো পানি শুকাবে না বলে ধারণা করা হচ্ছে। এমতাবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার অনুশীলণ থেকে বাধ্য হয়ে বিরত থাকছে। 

প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ বলেন, মাঠ ভরাটের ব্যাপারে এমপিকে বিষয়টি অবগত করা হয়েছে। 

এ ব্যাপারে বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি রশিদুল ইসলাম বলেন, মাঠের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দপ্তরসহ স্থানীয় এমপির সাথে যোগাযোগ করা হচ্ছে। 

টিএইচ