বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টানা বৃষ্টিতে রাজস্থলীতে বৌদ্ধ বিহারের পাশের মাটির ধস 

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

টানা বৃষ্টিতে রাজস্থলীতে বৌদ্ধ বিহারের পাশের মাটির ধস 

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নাইক্যছড়া আগাপাড়া দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহারটিতে গতকয়েক দিনের টানা বৃষ্টিতে পাশের পাহাড়ের মাটি ধসে ভাঙন সৃষ্টি হয়েছে এবং পাহাড়ের নিচে থাকা ডিপটিও একেবারে মাটি চাপায় পড়েছে। ধস ঠেকাতে আপাতত সাদা পাতলা পলিথিন বিছিয়ে চেষ্টা চালাচ্ছে বিহার অধ্যক্ষ ভদন্ত উ. খেমাচারা মহাথের। 

গত বৃহস্পতিবার বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বিহারটি পরিদর্শন করেছেন। জানাযায় বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কতৃর্ক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত, পরম পূজনীয় গুরুভান্তে উ. খেমাচারা মহাথেরের প্রতিষ্ঠান নাইক্যছড়া আগা বৌদ্ধ বিহারের নবনির্মিত দ্বিতালা বিশিষ্ট ভবন স্বর্ণ ক্যং এবং ক্যং কম্পাউন্টের অবকাঠামো উন্নয়নে প্রায় দুই কোটি টাকার ব্যয়ে নির্মিত হয় বিহারটি। 

পাহাড়ের উপরে নির্মিত স্বর্ণ ক্যংটি উপজেলার মধ্যে একটি দৃষ্টিনন্দন বৌদ্ধবিহার। বিহারটি দেখতে দৈনিক তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকার ধর্মীয় গুরু ও দায়ক-দায়িকারা দর্শন করতে আসেন। 

বিহারের দায়ক উপজেলা আ.লীগের সহ-সভাপতি হ্লাথোয়াই মারমা গঞ্জ বলে নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহার তথা (স্বর্ণ ক্যং) টি উপজেলার মধ্যে একটি দৃষ্টিনন্দন বৌদ্ধবিহার পাহাড়ের চূড়ায় বিহারটি নির্মিত হয়। গত ২৭শে ফেব্রুয়ারি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্ প্রধান পূণ্যাথী হিসেবে উপস্থিত থেকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ দায়ক ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমাসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষগণ। 

বিহার অধ্যক্ষ ভদন্ত উঃ খেমাচারা মহাথের বলেন, দীপংকর তালুকদার এমপি সু-দৃষ্টিতে বিহারটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে ২০১৩ থেকে ২০১৯ই অর্থবছরে ৫৭ লাখ ৫০হাজার টাকা বরাদ্দ পেয়েছেন। বিহারের মাঠ ও বিহারটির সামনের মাটি রক্ষার্থে একটি গাইড ওয়াল বা ধস ঠেকাতে ব্লক নির্মাণের জন্য রাঙ্গামাটি জেলার এমপি দীপংকর তালুকদারের ও জেলা পরিষদের চেয়ারম্যান সু-দৃষ্টি কামনা করেন।

টিএইচ