বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলে মানুষের দেয়া ইলেকট্রিক শকে বন্যহাতির মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলে মানুষের দেয়া ইলেকট্রিক শকে বন্যহাতির মৃত্যু

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নে সংরক্ষিত বনে চরতে আসা এক পুরুষ হাতি মানুষের দেয়া ইলেকট্রিক শকে মারা গেছে। হাতিটির বয়স প্রায় ২৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৬ আগস্ট) ভোরে নোয়াখালীস্থ কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর কোনার পাড়া এলাকার মো. হোসেনের ভিটাবাড়ির সামনে আগুন জ্বলতে দেখা গেছে। এসময় প্রত্যক্ষদর্শীরা হাতির চটপট দেখে মো. হোসনের অবৈধভাবে দেয়া ইলেকট্রিক শক লাইনের মেইন সুইড বন্ধ করতে যায়। বিদ্যুৎ লাইন বন্ধ করার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে হাতির মৃত্যু হয়। পরবর্তীতে বিষয়টি বনবিভাগ জানানো হলে বনকর্মীরা ঘটনাস্থল পরির্দশন করেন। 

স্থানীয়রা জানায়, সংরক্ষিত বনে ঘরবাড়ি নির্মাণ করে অবৈধভাবে পল্লীবিদ্যুৎ সংযোগ নেয়া হয় এবং এখানে পানের বরজ রোপণ করে একটি মহল। রোপিত পানের বরজে পানি দেয়ার জন্য বিদ্যুৎ সংযোগ নেয়া হয়। এই অবৈধ বিদ্যুৎ সংযোগের মোটরপাম্প চুরিও বন্যপ্রাণি নিধনের জন্য ইলেকট্রিক শক বসানো হয়। 

এ সমস্ত সংরক্ষিত বনাঞ্চল দখল ও বিদ্যুৎ সংযোগের ব্যাপারে একাধিকবার সভায় বলা হলেও বন কর্মকর্তারা কোন ধরণের ব্যবস্থা না নিয়ে উল্টো অবৈধভাবে ঘুষ নিয়ে প্লট বিক্রি করে আসছে। 

এ ব্যাপারে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কর্মকতা-সারওয়ার আলম জানান- সংরক্ষিত বনে হাতির বিচরণ রয়েছে। ওই হাতিগুলো মাঝেমধ্যে লোকালয়ে চলে আসে। 

শুক্রবার (১৬ আগস্ট)ভোরে নোয়াখালী এলাকায় একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। মো. হোসনের দেয়া অবৈধ বিদ্যুতিক শকে হাতির মৃত্যু হয়েছে। এঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা হবে এবং হাতিটির ময়নাতদন্ত শেষে মাটিতে পুঁতে দেয়া হয়েছে।

টিএইচ