বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
ঘূর্ণিঝড়‘মিগজাউম’ এর প্রভাব

টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা 

টেকনাফ প্রতিনিধি

টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা 

কক্সবাজার টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়‘মিগজাউম’ এর প্রভাবে বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে দ্বীপে ২ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল করেনি। 

কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে এবং বর্তমানে অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও অগ্রসর হয়ে বৃষ্টির মধ্যে দিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে গত মঙ্গলবার পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ বার আউলিয়া ও আটলান্টিক জাহাজে দ্বীপ ভ্রমণে যায় প্রায় ১ হাজার পর্যটক। একই দিন বিকালে ৭০০ পর্যটক দ্বীপ ছাড়লেও বাকিরা সেখানে রাত্রি যাপন করেন।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ৩ নম্বর সংকেতের কারণে সমুদ্র উত্তাল থাকায় বুধবার (৬ ডিসেম্বর) জাহাজ বন্ধ থাকবে। তবে বেড়াতে আসা কিছু পর্যটক দ্বীপে রয়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে। এ ধরনের ঘটনায় কমপক্ষে ২ দিন জাহাজ চলাচল বন্ধ থাকে।

 টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকার কারণে পর্যটকবাহী জাহাজসহ সব ধরণের নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচলের অনুমতি দেয়া হবে। 

তিনি আরও জানান, দ্বীপে আটক পড়া পর্যটকদের খোঁজখবর নেয়া হচ্ছে এবং ইউনিয়ন পরিষদসহ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি ভাল হলে আটকা পড়া পর্যটকেরা টেকনাফে ফিরতে পারবে। 

টিএইচ