সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ট্রাকচাপায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

ট্রাকচাপায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

শেরপুরে ট্রাকচাপায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর -ঝিনাইগাতী সড়কের তাতালপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের মো. রফিক (৪৫) ও তার ছেলে রাব্বী (১৪)।

স্থানীয়দের বরাতে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোমান জানান, রাত সাড়ে ৭ টার দিকে শেরপুর-ঝিনাইগাতি সড়কের তাতালপুর এলাকায় শেরপুরগামী চালবাহী ট্রাকের নালিতাবাড়িগামী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।  

এঘটনায় চালকসহ আহত চার জনকে স্থানীয়রা শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে এলে আরও একজন মারা যান।

টিএইচ