বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রী অপহরণের অভিযোগে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রী অপহরণের অভিযোগে মামলা

ভুল্লী থানার মাদারগঞ্জ গ্রামের এক কলেজছাত্রী (১৭) অপহণের অভিযোগে মামলা করা হয়। গতকাল শনিবার ওই ছাত্রির বাবা মো. সাদেকুল ইসলাম (৫০) ভুল্লী থানায় এ মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে একই এলাকার রাজু ইসলাম (২৩) নামে এক যুবক কলেজে যাতায়াতকালীন প্রেমের প্রস্তাব দিলে ওই ছাত্রী তা প্রত্যাখ্যান করে। 

এ অবস্থায় পারিবারিকভাবে ওই ছাত্রীর বিয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসলে রাজু ইসলাম তা ভেঙে দেয়। ওই ছাত্রীকে তার পরিবার যাতে করে অন্যত্র বিয়ে না দেয় এ বিষয়ে হুমকি-ধমকী দিয়ে অপহরণের ভয় দেখায়। 

এরই পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই রাজু ইসলাম একদল লোক নিয়ে ওই ছাত্রীকে গভীর রাতে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। এ সময় ছাত্রীর ভাই সোহেল রানা আসামিদের দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত উপস্থিত হলেও আসামিরা ছাত্রীটিকে নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। 

মামলায় আসামিরা হলেন- ভুল্লী থানার মাদারগঞ্জ গ্রামের মৃত আতাবুর রহমানের ছেলে মো. রাজু ইসলাম (২৩), সলেমান আলীর ছেলে রবিউল ইসলাম (৩২), আবু হামিদ ওরফে হামিদুল, মৃত কছিম উদ্দীনের ছেলে সলেমান আলী (৫৫) ও তার ভাই নজরুল মুন্সি (৪৫), নুর ইসলাম কান্ডালের ছেলে রাবিক, রুবেল ইসলামের ছেলে সজিব, সদর থানার বেগুনবাড়ী গ্রামের দবিরুলের ছেলে আকবর আলী (৭০)। ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ওই ছাত্রীটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

টিএইচ