বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঠাকুরগাঁওয়ে বিআরটিএর সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিআরটিএর সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা করেছে বিআরটিএ। ‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগান সামনে রেখে গত রোববার বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশনায় বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের আয়োজনে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এ প্রচারণা চালানো হয়।

এই সচেতনতামূলক প্রচারণায় বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি. তন্ময় কুমার ধর, বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের কর্মকর্তা, কর্মচারীসহ মালিক-শ্রমিক নেতারা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষে চলাচলরত জনসাধারণ ও যানবাহনের যাত্রীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট, স্টিকার বিতরণ ও মাইকিং করা হয়।

বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) বলেন, বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক আমরা নিয়মিতভাবে স্কুল-কলেজসহ স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। তিনি সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির জন্য সবার সহযোগিতা কামনা করেন।

টিএইচ