রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ঠাকুরগাঁও বিআরটিএর বিশেষ অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও বিআরটিএর বিশেষ অভিযান

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁও ভ্রমণপিপাসুদের কাছে ঈদসহ বিভিন্ন উৎসবে এখানকার সড়কের ওপর চাপ বেড়ে যায় অন্য সময়ের চেয়ে অনেক বেশি। এছাড়াও প্রতি বছরই ঈদ মৌসুম এলে ঠাকুরগাঁওয়ে বেড়ে যায় সড়ক দুর্ঘটনা। ফলে হতাহতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে মৃতের সংখ্যা।

মহাসড়কে দুর্ঘটনা এড়াতে এবং নির্বিঘ্নে ঈদসহ নানা উৎসব উদযাপন করতে (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) বিআরটিএ ঠাকুরগাঁও গ্রহণ করেছে ব্যতিক্রমি উদ্যোগ, যা চলমান রয়েছে বলে জানাগেছে। আর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সচেতনমহলসহ সর্বস্তরের মানুষ।

জেলা বিআরটিএ অফিস সূত্রে জানা যায়, সড়কে নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল নিশ্চিত করতে ঈদের কয়েকদিন আগে থেকেই মাঠে নামে জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশ। আর এ বিশেষ অভিযানের নেতৃত্ব দেয় বিআরটিএ ঠাকুরগাঁও। 

পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন, ফিটনেসবিহীন যানবাহন চলাচলে বাধা, মহাসড়কে নসিমন করিমন বন্ধ, হেলমেটবিহীন মোটরসাইকেল, একাধিক আরোহী নিয়ে মোটরসাইকেল ভ্রমণে বাধা, অতিরিক্ত গতি সম্পন্ন গাড়ি আটকসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয় এ অভিযানে।

বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধর জানান, জেলা প্রশাসন এবং পুলিশের সহযোগীতায় সড়কে দুর্ঘটনা এড়াতে এবং তা শূন্যেরকোটায় নিতে ঈদের আগে সচেতনতামূলক প্রচার প্রচারণা করি এবং সড়ক ও মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করি। এর সুফল আমরা পেয়েছি। 

গত রমজানের ঈদেও এখানকার সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটেছিল তার পুনরাবৃত্তি এবারে আমরা আর লক্ষ্য করিনি। এটাই আমাদের বড় পাওয়া। আমাদের এ বিশেষ অভিযান এখনও চলমান রয়েছে। এছাড়াও বিশেষ বিশেষ দিবস ও উৎসবে আমাদের এ অভিযান নিয়মিত পরিচালনা করব।

টিএইচ