সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঠিকাদাররা লাপাত্তা দুর্ভোগে সিলেট নগরবাসী

সিলেট ব্যুরো

ঠিকাদাররা লাপাত্তা দুর্ভোগে সিলেট নগরবাসী

সরকার পতনের পর থেকে সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোতে চলমান ড্রেন এবং রাস্তা সংস্কারের কাজ বন্ধ আছে। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।

গত ৫ আগস্ট রাষ্ট্রক্ষমতা হারিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সিলেটে আ.লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসাবাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। আক্রমণের স্বীকার হয় বিভিন্ন সরকারি অফিস এবং থানাগুলো। এ অবস্থায় এদিন বিকেল থেকেই লাপাত্তা হয়ে যান সিসিক মেয়রসহ সিলেট আ.লীগের নেতাকর্মীরা।

খোঁজ মিলছে না রাস্তা এবং ড্রেনের কাজের দায়িত্বে থাকা ঠিকাদারদেরও। এর ফলে সিলেট সিটি করপোরেশেনের চলমান রাস্তা এবং ড্রেনের কাজগুলো আটকে আছে।

নগরীর মেজরটিলা, শাপলাবাগ, শিবগঞ্জসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, রাস্তা এবং ড্রেনের উন্নয়ন কাজগুলো বন্ধ হয়ে আছে। রাস্তায় বালু, পাথরসহ সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্রাংশ পড়ে আছে। এর ফলে সড়কে পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কিছুক্ষণ পরপরই যানজটের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন সিলেটের মানুষেরা।

মেজরটিলা সৈয়দপুর এলাকার বাসিন্দা বিলাল মিয়া বলেন, কিছুদিন আগে আমাদের রাস্তা এবং ড্রেনের কাজ শুরু হয়। কিছু অংশ করার পর গত এক সপ্তাহ থেকে রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। রাস্তার কাজে ব্যবহূত মালামালগুলো যত্রতত্র পড়ে আছে। দায়িত্বশীল কেউ এসে এর কোন খবরও নিচ্ছেন না। এই অবস্থায় আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, উন্নয়ন কাজগুলো বন্ধ হয়ে পড়ায় কিছুটা জনদুর্ভোগ হচ্ছে এর জন্য আমরা দুঃখিত। পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে। শিগগিরই সিসিকের চলমান কাজগুলো শুরু করার জন্য আমরা কাজ করছি।

টিএইচ