শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ডামুড্যায় মৎস্যজীবীদের মধ্যে ছাগল বিতরণ

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি 

ডামুড্যায় মৎস্যজীবীদের মধ্যে ছাগল বিতরণ

শরীয়তপুরের ডামুড্যায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জুন) উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে এ ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়।

ইউএনও নাসরীন বেগম সেতুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু বকর ছিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্যা, উপজেলা মৎস্য অফিস সহকারী হাসিবুর রহমান নাহিদসহ বিভিন্ন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধিরা, সাংবাদিকসহ সুবিধাভোগীরা। ৪০ জন কার্ডধারী জেলেদের মধ্যে ২টি করে মোট ৮০টি ছাগল, এক মাসের খাবার এবং ৪০টি ছাগলের খোয়ার বিতরণ করা হয়।

টিএইচ