সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ডামুড্যা থানার ওসি শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ 

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি 

ডামুড্যা থানার ওসি শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ 

শরীয়তপুর জেলার আট থানার মধ্যে জুন মাসে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলম।

পুলিশ সুপারের কার্যালয়ে গত রোববার অনুষ্ঠিত  মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক কল্যাণ ও অপরাধ সভা শরীয়তপুর জেলার  পুলিশ সুপার মো. মাহবুবুল আলম তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।

পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, জেলার আটটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলম শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আসামি দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি। পাশাপাশি ডামুড্যার জনগণ আরও ভালো সেবা পাবে।

এ প্রসঙ্গে ওসি শেখ শরীফুল আলম  বলেন, এ পুরস্কার আমাকে আসামিতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা যোগাবে, আমি শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুল আলম স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

টিএইচ