বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন 

বান্দরবান প্রতিনিধি  

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন 

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সাংবাদিক শামসুজ্জামান শামসের অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) বান্দরবান প্রেস ক্লাব প্রাঙ্গনে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত ও দায়ের করা মামলার প্রতিবাদে উপস্থিত সব সাংবাদিক মুখে কালো কাপড় বেঁধে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর, সাংবাদিকদের ওপর চাপিয়ে দেয়া মামলা প্রত্যাহার চাইসহ বিভিন্ন লিখা সম্বলিত প্লে-কার্ড নিয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে  বক্তারা সাংবাদিক কারো প্রতিপক্ষ নয়, দেশের জনগণের জন্য কাজ করে যেতে চাই উল্লেখ করে বলেন, দেশে আইন তৈরি করা হয় জনগণের কল্যাণে। ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়নের পর থেকে এই আইনে সারা দেশে সাংবাদিকেরা সব থেকে বেশি হয়রানি, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। 

সাংবাদিক ছাড়াও যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এবং লেখার চেষ্টা করেছে তাদেরও এই আইনে হয়রানি-গ্রেপ্তার করা হয়েছে। যে আইন বাকস্বাধীনতা হরণ করে সে আইন দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। 

উক্ত মানববন্ধনে দৈনিক প্রথম আলো পত্রিকার বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমার সভাপতিত্বে, মাছরাঙা টিভির বান্দরবান প্রতিনিধি কৌশিক দাশ গুপ্তের সঞ্চালনায় বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার, এনটিভি বান্দরবান প্রতিনিধি  আলাউদ্দিন শাহরিয়ার, জিটিভির বান্দরবান প্রতিনিধি মো. ইসাক, দৈনিক সমকাল পত্রিকার বান্দরবান প্রতিনিধি উজ্জল তঞ্চঙ্গ্যাসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ