বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কর্মরতদের মানববন্ধন 

হবিগঞ্জ প্রতিনিধি

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কর্মরতদের মানববন্ধন 

হবিগঞ্জে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী বাস্তবায়ন পরিষদের মঙ্গলবার (০১ অক্টোবর) হবিগঞ্জ জেলা প্রশাসকের কালেক্টর ভবনের সামনে সার্ভেয়ার মোহাম্মদ মানিক মিয়ার সভাপতিত্বে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে। 

সভাপতির বক্তব্য বলেন, স্বাধীন বাংলায় বৈষম্যর ঠাঁই নাই, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানিনা মানবো না। অন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমানের পদে কর্মরতদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা থেকে দুপুর ১টা অবস্থান ধর্মঘট পালন করবে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র -পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ হবিগঞ্জ। 

সভাপতির বক্তব্যে আরও বলেন, ৩ অক্টোবরের মধ্যে আমাদের ন্যায্য দাবি নতুন স্বাধীন দেশের মহান দায়িত্ব প্রাপ্ত প্রধান উপদেষ্টাসহ সরকার দৃষ্টি দিবেন বলে বিশ্বাস। 

এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ মানিক মিয়া, মো. হাবিবুর রহমান, শহীদুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. সোহেল রানা, মো. জাহিদ হাসান, মো. ওয়ালীউল্লাহ, মো. ইকবাল হোসেন, মো. জুনাইদ মো. আহমদ আলী প্রমুখ।

টিএইচ