সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ডুমুরিয়ায় বিডি ক্লিন সদস্যদের খাল পরিষ্কার কার্যক্রম 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ডুমুরিয়ায় বিডি ক্লিন সদস্যদের খাল পরিষ্কার কার্যক্রম 

খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে খাল পরিষ্কার কাজে অংশ নিয়েছেন বিডি ক্লিনের সদস্যরা। এই কার্যক্রমে অংশ নিতে এর আগে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন উপজেলা স্বাধীনতা চত্বরে বিডি ক্লিনের সদস্যদের শপথবাক্য পাঠ করান ও খাল পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ উদ্বোধন করেন। 

বিডি ক্লিনের ডুমুরিয়া উপজেলা শাখার সমন্বয়কারী সাদ্দাম হোসেন সাগর জানান, ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তারা ডুমুরিয়া উপজেলা চত্বরের খালটি (লেক) পরিষ্কার করে দিয়ে যাবে। তিনি আরও জানান, সারা দেশে তাদের ৬৪টি জেলা ও বিভিন্ন সিটি কর্পোরেশনসহ বিভিন্ন স্থানে তাদের প্রায় অর্ধ লাখ একটিভ সদস্য রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, খুলনা ও ডুমুরিয়ার বিডি ক্লিনের অন্তত অর্ধশতাধিক সদস্য এই খাল পরিষ্কার কাজে অংশ নিয়েছে। 

তারা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক বদিউজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ইউআরসি ইনস্ট্রাক্টর মো. মনিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল। পরিচ্ছন্ন বাংলাদেশ(বিডি ক্লিন)খুলনা জেলা শাখার শহিদুল ইসলাম লিটন, জাকিয়া সুলতানা, মিরজুল ইসলাম, জান্নাত ইসলাম, ডুমুরিয়া উপজেলা শাখার সমন্বয়ক সাদ্দাম হোসেন সাগর, মেহেদি হাসান তুহিন, রিফাত হাসানসহ অন্য সদস্যরা। 

টিএইচ