বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ডেঙ্গু প্রতিরোধে ইমামদের সঙ্গে চুয়াডাঙ্গা পৌরমেয়রের মতবিনিময় 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে ইমামদের সঙ্গে চুয়াডাঙ্গা পৌরমেয়রের মতবিনিময় 

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌরমেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। 

কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এছাড়া ডেঙ্গু বিষয়ে করণীয় কি এবং লক্ষণ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজার আলী হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভা তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহালদার ইমরান, কাউন্সিলর ফরজ আলী, চুয়াডাঙ্গা পৌরমেয়রের পিএস মানিকসহ পৌরসভার কর্মকর্তার কর্মচারীরা।
 
টিএইচ