বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কি.মি. যানজট

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কি.মি. যানজট

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ মহাষ্টমী স্নান উৎসবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ঢাকামুখী লেনে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরের যাত্রাকে ঘিরে লাখ লাখ মানুষে আগমনের কারণে এ যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ এএসএম রাসেদুল ইসলাম। এদিকে যানজটের ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে যাওয়া চালকসহ জনসাধারণ।

বুধবার (২৯ মার্চ) ভোর রাত থেকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার মেঘনা সেতু থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। এই যানজটের কারণে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এরমধ্যে পণ্যবাহী ট্রাক, পিকআপ আর বাসের সংখ্যাই বেশি  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এমন দৃশ্য চোখে পড়ে।

বিভিন্ন পয়েন্টে সরেজমিন গিয়ে এমনই দৃশ্য দেখা যায়। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। লাখ লাখ পুণ্যার্থীদের আগমনের কারণে মহাসড়কে আজ ভোর থেকেই যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, তীব্র যানজটের কারণে অধিকাংশকেই পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছে। অনেকেই আবার তীব্র যানজটের কারণে বাসায় ফিরে যাচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া নারী ও বৃদ্ধরা। এদিকে বিভিন্ন যানবাহন মালিকরা এ সুযোগে বেশি ভাড়া আদায় করলেও তাতেও যাত্রীদের কোনো লাভ হচ্ছে না। 

যানজট এতই তীব্র আকার ধারণ করেছে যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। কুমিল্লা থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি ট্রাকের চালক জহিরুল ইসলাম জানান,  দাউদকান্দি কান্দি  থেকে যানজট শুরু হয়েছে। তিন ঘণ্টায় মুন্সীগঞ্জের গজারিয়া ভাটেরচর নতুন রাস্তা  এসে পৌঁছেছেন তিনি। স্নানোৎসবে আগত পুণ্যার্থীদের গাড়ি যেখানে সেখানে পার্কিং করায় এমন যানজট হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ.এস.এম রাশেদুল ইসলাম  জানান, লাঙ্গলবন্দ স্নান ও পুণ্যার্থীদের আগমনকে ঘিরে যানবাহনের অতিরিক্ত চাপে এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। প্রথমে নারায়ণগঞ্জ সোনারগাঁও অংশ সৃষ্টি হয় যানজট। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গজারিয়া অংশে যানজট শুরু হয়, যা পরবর্তীতে দাউদকান্দির টোল প্লাজা পেরিয়ে দাউদকান্দি মোহন সিএনজি পাম্পের সামনে পর্যন্ত পৌঁছে যায়। যানজট নিরসনে পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করে যাচ্ছে। 

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী' জানান, সকাল থেকে মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ চেষ্টা করছে যানজট দূর করার জন্য।

টিএইচ