বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে কুমিল্লা রিজিয়নের ময়নামতিক্রসিং হাইওয়ে থানার এসআই মো. নজরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ কুমিল্লা কোতয়ালী থানাধীন আলেখারচর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে আসামি মো. আরিফুর রহমানের (৩৯), হাতে থাকা নীল রংয়ের ট্রলি ব্যাগ থেকে ৪০ বোতল ফেন্সিডিল যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকার মাদক জব্দ করা হয়।

গ্রেপ্তার আরিফুর রহমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বান্দেরজলা গ্রামের মফিজুর রহমানের ছেলে।

এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ