রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

তজুমদ্দিনে গণপিটুনিতে দুই যুবক নিহত

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

তজুমদ্দিনে গণপিটুনিতে দুই যুবক নিহত

ভোলা তজুমদ্দিন উপজেলা সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপড়ি ৭নং ওয়ার্ডে গরু চুরির অপবাদে জনতার হাতে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তজুমদ্দিনের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা আমির হোসেন। তারা পেশাদার গরু চোর বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গ্রামে গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে চোর দলের দুই সদস্য জনতার হাতে ধরা পরে, এ সময় আশপাশের কয়েক গ্রামের লোকজন জড়ো হয়ে চোরদলের দুই সদস্যকে ঘিরে গণপিটুনি দেয়। এতে দুজনই ঘটনাস্থলে নিহত  হন।

স্থানীয় আব্দুল খালেক জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে সেহারি খাওয়ার জন্য উঠলে, তার গরুর খামার থেকে একটি গরু না দেখতে পেয়ে চিৎকার দেয় পরে এলাকার চারদিক থেকে লোকজন ঝাপিয়ে পরে দুই চোরকে আটক করে এলাকার লোকজন গণপিটুনি দিয়েছে। পুলিশ এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য তজুমদ্দিন হাসপাতালে পাঠিয়েছে।

তজুমদ্দিন থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনির শিকার ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ