বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তজুমদ্দিন হাসপাতালের টিএসের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ 

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

তজুমদ্দিন হাসপাতালের টিএসের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ 

তজুমদ্দিন হাসপাতালের টিএস ডাক্তার শাকিল সরোয়ারের সঙ্গে তজুমদ্দিনের জামায়াত নেতাদের সৌজন্যে সাক্ষাৎ করেন। এর পূর্বে হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। 

রোববার (৮ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুর রবের নেতৃত্বে উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন। 

সৌজন্য সাক্ষাতে অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ জনগণের সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবং হাসপাতালে মহিলাদের জন্য পর্দার বিষয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। 

একই সঙ্গে কর্মকর্তারা যেন কোন বিশেষ মহলের চাপ ছাড়ায় জনগণকে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিতে পারে সে ব্যাপারে উৎসাহ ও পরামর্শ দেয়া হয়। আলোচনা শেষে এ সময় জামায়েত ইসলামীর পক্ষ থেকে ডাক্তার শাকিল সরোয়ারকে একটি অর্থসহ পবিত্র কুরআন শরীফ উপহার দেন।

সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. হেলাল উদ্দিন, চাঁদপুর ইউনিয়ন আমির মাস্টার মো. মহিউদ্দিন, মলংচরা ইউনিয়ন সভাপতি জাকির হোসাইন শামীমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

টিএইচ