বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তালতলীতে জেলেদের বিশ্রামাগার ও লাইট হাউজ উদ্বোধন

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলীতে জেলেদের বিশ্রামাগার ও লাইট হাউজ উদ্বোধন

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড়ে সমুদ্র উপকূলে নির্বিঘ্নে সব মাছ ধরা ট্রলার চলাচল করতে লাইট হাউজ ও জেলেদের বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে।

১৮ জানুয়ারি (শনিবার) উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যার তিন নদীর মোহনায় এ লাইট হাউজ ও জেলেদের বিশ্রামাগার উদ্বোধন করেন ইউএনও উম্মে সালমা।

 প্রকল্পটি আর্থিক সহযোগিতা করেন দি শেয়ার ট্রাস্ট, টেকনিক্যাল সহযোগিতায় স্টার্ট ফান্ড বাংলাদেশ, সার্বিক সহযোগিতায় জাগোনারী ও বাস্তবায়নে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা (আরএসডিও)।

জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আরএসডিও নির্বাহী পরিচালক মি. মংচিন থান, ওয়াটারকিপার বাংলাদেশ তালতলী-আমতলীর সমন্বয়ক আরিফুর রহমান, তালতলী প্রেস ক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝি, ইউপি সদস্য আব্দুল লতিফ নান্টু, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সভাপতি শাহাজান শেখসহ জেলে ও বিভিন্ন পেশাজীবী মানুষ।

টিএইচ