বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

তালতলীতে টিসিবির পণ্য জব্দ, দোকানীর কারাদণ্ড

তালতলী (বরগুনা) প্রতিনিধি 

তালতলীতে টিসিবির পণ্য জব্দ, দোকানীর কারাদণ্ড

বরগুনার তালতলীতে গত মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক মুদি দোকান থেকে টিসিবির পণ্য জব্দ করেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা ওই মুদি দোকানদারকে ১২ দিনের কারাদণ্ড দেন। 

জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা তালতলী বাজারের অনিল চন্দ্র শীলের মুদি দোকানে গত মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। 

ওই সময় দোকান থেকে ৪১ কেজি চিনি, ৮০ কেজি ডাল ও ৭২ লিটার (৩৬ বোতল) সয়াবিন তেল জব্দ করেন। মুদি দোকানে টিসিবির পণ্য বিক্রি করার অপরাধে ওই দোকানী অনিল চন্দ্র শীলকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১২ দিনের কারাদণ্ড দিয়েছেন।
 
তালতলী ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, মুদি দোকানে টিসিবির পণ্য বিক্রির অভিযোগে দোকানীকে ১২ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

টিএইচ