বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তালায় ইউনিয়ন যুবলীগের সদস্য পদ থেকে সবুজকে অব্যহতি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় ইউনিয়ন যুবলীগের সদস্য পদ থেকে সবুজকে অব্যহতি

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক  কমিটির সদস্য পদ থেকে  মো. সবুজ সরদারকে অব্যহতি দেয়া হয়েছে। 

তালা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (৪ জুলাই) জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তির জানানো হয়, আওয়ামী যুবলীগ উপজেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপস্থী ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় ও একাধিক অভিযোগের ভিত্তিতে যুবলীগের খলিষখালী ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যহতি দেয়া হলো এবং স্থায়ী বহিষ্কারের জন্য যুবলীগ কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়। 

টিএইচ