সাতক্ষীরার তালায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। চালাক শরিফুল ইসলাম মোড়লকে অচেতন অবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকাবাসী। সে তালা উপজেলার জুজখোলা গ্রামের শাহাজান মোড়লের ছেলে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার তালা-পাটকেলঘাট সড়কের গোপালপুর নামক স্থানে এঘটনা ঘটে।
তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান জানান, দলীয় মিটিংয়ে অংশগ্রহণের জন্য পাটকেলঘাটায় যাওয়ার পথে একটি লোককে অচেতন অবস্থায় দেখে এলাকাবাসীর সহযোগিতায় তালা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
শরিফুলের স্ত্রী জেসমিন আক্তার বলেন, ঘটনার দিন দুই ব্যক্তি ডাবসহ ভাড়া নিয়ে তালায় যাওয়ার কথা মোবাইল ফোনে আমাকে জানায়। সন্ধ্যায় তার ফোনে আর পাওয়া যায়নি। রাতে জানতে পারি তাকে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে।
তিনি বলেন, আমার স্বামী আগে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালাতেন। অসুস্থ হয়ে পড়ার কারণে সেই মোটরসাইকেল বিক্রয় করে ও ব্যুরো বাংলাদেশ এনজিও থেকে লোন তুলে বছর খানেক আগে এই ইজিবাইকটি কিনেছিলাম। এখন সেটাও ছিনতাই হয়ে গেল।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ত্রিদেব দেবনাথ জানান, সকালে রাউন্ডে গিয়ে দেখা গেছে, জ্ঞান ফিরলেও কথা বলতে পারছে না। তাকে চেতনানাশক কোনো ওষুধ খাওয়ানো হয়েছে।
তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছে বলে আমরা জেনেছি। ছিনতাইকারীদের আটক ও ইজিবাইক উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
টিএইচ