বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তালায় পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি  

তালায় পাটের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকরা

সাতক্ষীরার তালা উপজেলায় পাটচাষে উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য দাম পাচ্ছে না চাষিরা। এবছরও বাজারদর নিম্নমুখী হওয়ায় উৎপাদন খরচ তুলতে পারছে না তারা। 
তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৮৪২ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল পাটের আবাদ হয়েছে। 

কৃষকরা বলছেন, সার-কীটনাশক, শ্রম খরচও আগের চেয়ে বাড়েছে। পাট উৎপাদন খরচ যেমন বেড়েছে সে তুলনায় বাজারে পাটের দাম পাওয়া যাচ্ছে না বলে তারা অভিযোগ করেছেন।

তালার বারুইহাটি গ্রামের শিমুল মোড়ল বলেন, পাট চাষের সময় নানা বিড়ম্বনার শিকার হন তারা। একবিঘা জমিতে হালচাষ ও বীজ বপণ থেকে শুরু করে সার-কীটনাশকের খরচ, শ্রমিক খরচ, জাগ দেয়া, আঁশ ছড়ানোসহ ঘরে তোলা পর্যন্ত খরচ পড়েছে ১৫-১৬ হাজার টাকা। অথচ মৌসুমের শুরুতে বাজারে পাট ১৮০০ টাকা মণ। অথচ গতবছরে এই পাট ২৫০০ থেকে ৩ হাজার  টাকা পর্যন্ত পাট কেনাবেচা হয়েছে।

পাটচাষী হারুন সরদার বলেন, দুই বিঘা জমিতে পাট চাষ করেছি। কমপক্ষে ৩ হাজার টাকা পাটের মণ থাকা লাগবে। তাহলে কৃষক লাভবান হবে।

তালা উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা বলেন, চলতি মৌসুমে ১৮৪২ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল পাটের আবাদ হয়েছে। পাটের দাম আপাতত কিছুটা কম হলেও দ্রুত সময়ে দাম বেড়ে যাবে বলে আশা করছি। দাম বাড়লে কৃষক লাভবান হবে এবং ভবিষ্যতে পাট চাষির সংখ্যা বাড়বে বলে তিনি দাবি করেন।

টিএইচ