বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তালায় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল শিক্ষার্থীরা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল শিক্ষার্থীরা

সাতক্ষীরার তালায় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল ২৭ শিক্ষার্থী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে জনশুমারি ও গৃহগণনার প্রকল্পের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। 

সোমবার (৮ মে) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে প্রথম দিন মাধ্যমিক পর্যায়ে তালা সদর ইউনিয়নে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়। পর্যায়ত্রুমে উপজেলায় ৫৩৪ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়ার) এমপি অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

টিএইচ