বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তালায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার তালায় আব্দুল কাদের মোড়ল  (৭০) নামে একজনকে  পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ আগস্ট) তালা সদর ইউনিয়নে আটারই গ্রামে। নিহত আব্দুল কাদের মোড়ল আটারই গ্রামের মুছাদ্বে মোড়লের ছেলে। 

নিহতের ভাই রুহুল মোড়ল জানান, একই এলাকার নরিম মোড়লের ছেলে আরশাফ মোড়ল ও জাকিরুল মোড়ল গংদের সঙ্গে দীর্ঘদিন জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। 

কাদের মোড়ল বাড়ি তৈরি করার জন্য তাদের শরীকদের জমির উপরে বালি এনে রাখে। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বালি রাখাকে কেন্দ্র করে কাদের শেখের উপর আরশাফ মোড়ল ও জাকির মোড়ল গংরা অর্তিকিত হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। 

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। তালা থানার ওসি মমিনুল ইসলাম জানান, আমি সাতক্ষীরায় আছি মৃত্যুর বিষয়টি আমার জানা নাই।

টিএইচ