সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তাহিরপুরে বিএনপির মতবিনিময় সভা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

তাহিরপুরে বিএনপির মতবিনিময় সভা

বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সু-সংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার লক্ষ্যে তাহিরপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে চিকসা গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ইউপি সদস্য ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল হকের সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুল আজিজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, জেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরী ভুট্টো, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এমদাদুল হুদাসহ অনেকেই।

টিএইচ