বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

তিতাসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

তিতাসে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার তিতাসে নিখোঁজের তিন দিনপর আরিয়ান নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) স্থানীয়রা উপজেলার কলাকান্দি বজলুর রহমানের বালুর মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত শিশুর নাম আরিয়ান হোসেন সায়মন (৭)। উপজেলার কলাকান্দি গ্রামের উত্তরপাড়া মাস্টার বাড়ির প্রবাসী আবুল কাসেমের ছেলে আরিয়ান হোসেন সায়মন। স্থানীয় কিন্ডারগার্টেন পেরুজল ইসলামিক স্কুলের নার্সারির ছাত্র ছিল আরিয়ান। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আরিয়ান সায়মন গত ১৬ আগস্ট বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে গত শুক্রবার ছেলের সন্ধান চেয়ে তিতাস থানায় সাধারণ ডায়েরি করেন তার মা খোরসেদা বেগম।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, সকালে বালুর মাঠে একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে শিশুটিকে হত্যা করা হয়েছে। অপরাধী শনাক্তে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ শুরু করেছে।

টিএইচ